শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

রাবিতে ২৫তম সম্মেলন, কে আসছে ছাত্রলীগের নেতৃত্বে

SONALISOMOY.COM
ডিসেম্বর ৯, ২০১৬
news-image

রাবি প্রতিনিধি: বৃহস্পতিবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে ছাত্রলীগের ২৫তম সম্মেলন। পদপ্রত্যার্শীদের প্রচার-প্রচারণায় ক্যাম্পোসে বিরাজ করছে মুখরিত পরিবেশ। মঞ্চ প্রস্তুতির কাজও শুরু হয়ে গেছে, বর্ণিল সাজে সেজেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এনিয়ে উদ্বেগ-উৎকন্ঠা দেখা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, প্রার্থীদের মহড়া ও প্রচারণায় দলীয় কর্মী ছাড়াও অনেক সাধারণ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। দিনভর ক্যাম্পাসে চলছে মহড়া, তাতে পছন্দের প্রার্থীদের সঙ্গে যোগ দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরাও। সন্ধ্যা নামলে মহানগর আওয়ামী লীগের পার্টি অফিসে ভিড় জমাচ্ছে পদপ্রত্যার্শীরা। যোগাযোগ রাখছেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথেও।

ছাত্রলীগ সূত্র জানায়, চলতি বছরে কেন্দ্রীয় ছাত্রলীগের চার সদস্যের প্রতিনিধি দল এসে সিভি সংগ্রহ করেছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এখন পর্যন্ত ৭২জন সিভি জমা দিয়েছেন। কাউন্সিলের আগ পর্যন্ত সিভি জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। আর মূল নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন হাতেগোনা কয়েকজন।

সভাপতি পদের মধ্যে এগিয়ে আছেন- বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া, শাহানুর শাকিল, সহ-সভাপতি মেহেদী হাসান রাসেল, আতিকুর রহমান সুমন, দেলোয়ার হোসেন ডিলস, বঙ্গবন্ধু হলের সাবেক যুগ্ম সম্পাদক মিনারুল ইসলাম। এছাড়াও তন্ময়ানন্দ অভি, রানা চৌধুরী (ছাত্রলীগ থেকে বহিস্কৃত), সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম (প্রাত্তন ছাত্র), মেহেদী হাসান বারী, জুয়েল রানা প্রমুখ।

এদিকে সাধারণ সম্পাদক পদের এগিয়ে আছেন বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সদস্য সাকিবুল হাসান বাকি, ছাত্রবৃত্তি সম্পাদক টগর মো. সালেহ, বঙ্গবন্ধু হলের সাধারণ সম্পাদক রাজিব হোসেন, মতিহার হলের সহসভাপতি রেজাউল করিম শামীম।

এছাড়াও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন কাউছার আহমেদ কৌশিক, কাজী আমিনুল হক লিংকন, মাসুদ, আখতারুল ইসলাম আসিফ, মতিউর রহমান মর্তুজা প্রমুখ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘ছাত্রলীগের নেতৃত্বে আসতে হলে অবশ্যই প্রার্থীকে নিয়মিত ছাত্র হতে হবে। অবিবাহিত ও গঠনতন্ত্র অনুযায়ী বয়স ২৯ এর মধ্যে হতে হবে। এসব দিক ঠিক থাকলে অন্যান্য গুণাবলি দেখে নেতা নির্বাচন করা হবে।’