শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

১৪ কেন্দ্রে দ্বিগুণ ভোটে এগিয়ে আইভী

SONALISOMOY.COM
ডিসেম্বর ২২, ২০১৬
news-image

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের পর বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ ক্লাবের দ্বিতীয় তলায় ফলাফল সংগ্রহ ও পরিবেশনে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে একসঙ্গে দুটি কেন্দ্রের ফল জানানোর মধ‌্য দিয়ে ঘোষণা শুরু করেন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার।

বিভিন্ন কেন্দ্র থেকে ফল তার দপ্তরে আসতে শুরু করেছে। তিনি একে একে ঘোষণা করছেন।

১৭৪টি কেন্দ্রের মধ‌্যে সন্ধ‌্যা সাড়ে ৭টা পর্যন্ত ১৪টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে, যাতে দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

এই ১৪টি কেন্দ্রে নৌকা প্রতীকে আইভী পেয়েছেন ১৩ হাজার ৩৩ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৬ হাজার ৪৪৬ ভোট।

নারায়ণগঞ্জে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। তাদের মধ‌্যে ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন পুরুষ; ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন নারী।

একজন মেয়র, ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ২৭টি ওয়ার্ডের জন‌্য একজন করে কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন এই ভোটারদের ভোটে।

গতবার ভোটের হার ছিল ৬৯ শতাংশ। এবারও তেমনই হবে বলে মনে করছেন নির্বাচন কর্মকর্তারা।

নিয়ন্ত্রণ কক্ষে ফলাফল জানার জন্যে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের বসার ব্যবস্থা রাখা হয়েছে।

বিভিন্ন কেন্দ্র থেকে ব‌্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম নেওয়া হচ্ছে রাইফেল ক্লাবে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে

বিভিন্ন কেন্দ্র থেকে ব‌্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম নেওয়া হচ্ছে রাইফেল ক্লাবে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে

ব্যাপক নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও দল সন্তোষ প্রকাশ করেছে। সেই সঙ্গে জনরায় মেনে নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান দুই প্রার্থী।

ফল ঘোষণাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ ক্লাবের নিয়ন্ত্রণ কক্ষের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান

ফল ঘোষণাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ ক্লাবের নিয়ন্ত্রণ কক্ষের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান

ফল ঘোষণাকে কেন্দ্র করে নগরের চাষাঢ়া মোড় থেকে নারায়ণগঞ্জ ক্লাবের নিয়ন্ত্রণ কক্ষ পর্যন্ত এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের বাইরে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।