শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

নাসিরনগর হামলা : আ.লীগ নেতা গ্রেপ্তার

SONALISOMOY.COM
ডিসেম্বর ২৭, ২০১৬
news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে শেখ আব্দুল আহাদ নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের ঘোষপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শেখ আব্দুল আহাদ উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান।  নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি  বলেন, সাক্ষ্য-প্রমাণে আমরা নিশ্চিত হয়েছি ওই দিনের ঘটনায় উসকানি এবং হামলায় আহাদ জড়িত ছিলেন।

উল্লেখ্য, ফেসবুকে রসরাজ দাস নামে এক ব্যক্তি ধর্ম অবমাননা করেছেন, এমন অভিযোগ তুলে ৩০ অক্টোবর নাসিরনগরে শতাধিক হিন্দুর বাড়িতে হামলা হয়। এ সময় ভাঙচুরের শিকার হয় অন্তত ১৫টি মন্দির। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পুলিশ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা ও জনপ্রতিনিধি জড়িত বলে প্রথম থেকেই অভিযোগ ছিল। তবে এই প্রথম তাদের মধ্য থেকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে।