শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ব্যবসায়ীদের আহাজারি

SONALISOMOY.COM
জানুয়ারি ৩, ২০১৭
news-image

নিজস্ব প্রতিবেদক :
গুলশানের ডিসিসি মার্কেটের সামনে ব্যবসায়ীদের আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে।

জীবনে জমানো সব পুঁজি পুড়ে যাওয়ায় কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলছিলেন। কেউবা আবার বুক চাপড়ে কাঁদছিলেন। অবশ্য এ সময় অনেকেই ব্যবসায়ীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন।

ডিসিসি মার্কেটের মুদি দোকানি ফজল মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, ‘ঋণ করে এখানে কোনোরকমে দোকান করেছিলাম। এ দোকানের ওপর নির্ভরশীল পাঁচজনের পরিবার। কিন্তু আগুনে দোকানের ভেতর থাকা সব মালামাল পুড়ে গেছে। এখন কী করে জীবন চলবে।’

আরেক দোকানদার হেকমত মিয়া বলছিলেন, ‘অনেক কষ্ট করে এখানে দোকান নিয়েছিলাম। ব্যবসা করে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করছিলাম। কিন্তু আগুনে সব স্বপ্ন পুড়ে গেছে। এখন কীভাবে জীবন বাঁচবে।’

এ সময় ব্যবসায়ীরা মার্কেটের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আহাজারি করছিলেন।

সোমবার দিবাগত রাতে আগুনে এ মার্কেটের প্রায় আট শতাধিক দোকান পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস।