শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

রায়ে তারেক ও রানার পরিবার নিরুত্তর

SONALISOMOY.COM
জানুয়ারি ১৬, ২০১৭
news-image

নিজস্ব প্রতিবেদ:

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার ফাঁসির দণ্ড পাওয়া র‍্যাবের দুই সাবেক কর্মকর্তার পরিবারের সদস্যরা রায় নিয়ে কোনো মন্তব্য করতে চান না। তাঁরা বলেছেন, এটি অত্যন্ত স্পর্শকাতর মামলা। এ নিয়ে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না।

আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সাত খুন মামলার রায় ঘোষণা করা হয়। এতে নূর হোসেন, র‍্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা তারেক মোহাম্মদ সাঈদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৬ জনকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত।

আদালতে নেওয়া হচ্ছে সাত খুন মামলার আসামি মেজর আরিফকে। ছবি: সাজিদ হোসেনআজ রায় ঘোষণার সময় আদালতে তারেক সাঈদের বাবা মুজিবুর রহমান ও এম এম রানার শাশুড়ি উপস্থিত ছিলেন। রায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘স্পর্শকাতর এই মামলা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ রানার শাশুড়ি সুলতানা রহমান শিল্পী বলেন, ‘আমি কোনো কিছু বলতে চাই না।’ অবশ্য তাঁর সঙ্গে আসা এক আইনজীবী রিতা ইসলাম বলেন, তাঁরা খালাস আসা করেছিলেন। তা না হওয়ায় এখন উচ্চ আদালতে যাবেন।