শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

SONALISOMOY.COM
জানুয়ারি ১৭, ২০১৭
news-image

নিজস্ব প্রতিবেদ:

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামীলীগ। রবিবার রাজধানী কুয়ালালামপুরে কেএলসিসি সংলগ্ন গীতা আসলি’র বলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদের সঞ্চালনায় আহ্বায়ক রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাতু মোহাম্মদ ফুয়াদ বিন তৈয়ব। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন দাতু আলম মজুমদার বিন জুলু মিয়া। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জসিম ‍উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাজী আব্দুল হামিদ জাকারিয়া,সাবেক সহ-সভাপতি,মালেয়শিয়া আওয়ামীলীগ,রাশেদ বাদল, যুগ্ম আহবায়ক, মালেয়শিয়া আওয়ামীলীগ, মাহতাব খন্দকার, যুগ্ম আহবায়ক, মালেয়শিয়া আওয়ামীলীগ, দাতু আমিন, উপদেষ্টা,মালেয়শিয়া আওয়ামীলীগ,কলামিস্ট শ্রী গৌতম রায়,সাবেক সহ-সভাপতি,মালেয়শিয়া আওয়ামীলীগ, হাজী আব্দুস সাত্তার, সাবেক সহ-সভাপতি,মালেয়শিয়া আওয়ামীলীগ।

প্রধান অতিথির বক্তব্যে দাতু ফুয়াদ বলেন, “মুজিব শুধু বাংলাদেশের নয়, এশিয়া মহাদেশের সফল নেতাদের একজন”।

প্রধান আলোচক জসিম উদ্দিন চৌধুরী বলেন, “মহান নেতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে স্বাধীনতা সংগ্রামের বিজয় পূর্ণতা পেয়েছিল। তাই বঙ্গবন্ধু স্বয়ং তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’  হিসেবে আখ্যায়িত করেছিলেন।”

সভাপতির বক্তব্যে মালেয়শিয়া আওয়ামীলীগের আহবায়ক রেজাউল করিম রেজা বলেন, “১০ জানুয়ারি। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি।বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনে স্বাধীনতা সংগ্রামের বিজয় পূর্ণতা পায়।”

উক্ত অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, মালেয়শিয়া আওয়ামী লীগ নেতা তাইজুল ইসলাম মান্না,আহবায়ক কমিটির সদস্য আবুল হোসেন, শফিকুর রহমান চৌধুরী, হুমায়ুন কবির, শামসুল হক, হুমায়ুন কবির আমির, নুর মোহাম্মদ ভুইয়া,শাজাহান, সহ সভাপতি, কাজাং শাখা আওয়ামীলীগ, মতিন সরকার,সভাপতি,শাহাআলম শাখা আওয়ামীলীগ, মুনির হোসেন, সভাপতি, পুচং শাখা আওয়ামীলীগ, জাহাঙ্গীর আলম ইমন, সহ সভাপতি, হাংতুয়া শাখা আওয়ামীলীগ,লাল্টো মিয়া, সাধারণ সম্পাদক, বুকিত বিন্তাং শাখা আওয়ামীলীগ,মামুন সরকার, সভাপতি, সেপাং শাখা আওয়ামীলীগ,শাহাজালাল,ইমাম হোসেন, আহবায়ক, পিজে শাখা আওয়ামীলীগ, সভাপতি চেরাস আওয়ামীলীগ,ওমর আলী, সভাপতি সুবাং আওয়ামীলীগ, মোঃ শাফায়াৎ হোসেন, সাধারণ সম্পাদক, মিহারজা শাখা আওয়ামীলীগ, আরজু মিয়া,সাধারণ সম্পাদক,চউকিত শাখা আওয়ামীলীগ,বিল্লাল,সাধারণ সম্পাদক,গুম্বাক শাখা আওয়ামীলীগ,ডাঃ তারেক,মহানগর আওয়ামীলীগ,রায়হান কবির, সহ সভাপতি, কুয়ালাম্পুর ছাত্রলীগ,ছাত্রলীগ নেতা শাহিন পাটোয়ারী, এম এম কবিরুজ্জামান জীবন, শেখ আরমান হোসেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালেয়শিয়া আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য,শউকত আলী তিনু, শ্রী প্রদীপ কুমার বিশ্বাস,এডভোকেট মিনহাজ উদ্দিন মিরান,শাখাওয়াত হোসেন,শাহাসুমন ও বিভিন্ন শাখা কমিটির নেতা সপন, জাকির, রুমান ঢালি,মুজিবর রহমান,জাকির হোসেন, আব্বাস। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, মালেয়শিয়া যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাইফুল আলম চৌধুরী,তারাকুল আলম,আহবায়ক, সানওয়ে ছাত্রলীগ, নাসিম, সুজন,রিসান খান, শামিম হোসেন, ইকবাল গনি,ইন্দ্রজিৎ, অনির্বাণ, নজরুল ইসলাম, সুমন, মঞ্জুর, রিফাত, সোহেল, আনোয়ার শুভ, সাইফুল, শুভ রয় সহ অনেকেই।