শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বিএনপির আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব

SONALISOMOY.COM
জানুয়ারি ২১, ২০১৭
news-image

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “রাষ্ট্রপতির উদ্যোগ যদি পছন্দ না হয় বিএনপির আর সে কারণে তারা যদি আন্দোলনে নামে, তবে তাদের সেই আন্দোলনকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। ” আজ শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জনসচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এই জনসচেতনতামূলক কার্যক্রমের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিআরটিএর চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় বিএনপিকে উপহাস করে তিনি বলেন, ‘বিএনপি তো তাদের নিজের অফিসে বসে একে অন্যকে সরকারের দালাল বলে অভিহিত করে। তাদের মুখে আন্দোলনের কথা আসলেই মানায় না। যাই হোক, অনেকদিন তাদের আন্দোলন-সংগ্রামে দেখি না। সেই সঙ্গে মওদুদ সাহেবকেও দেখি না। তাই, দেখি কী আন্দোলনটা তারা করে। আন্দোলনের নামে জ্বালাও-পুড়াও করলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। ’

বিআরটিএ ও ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশে সেতুমন্ত্রী আরও বলেন, ‘যাকে তাকে গাড়ির লাইসেন্স দেবেন না। বিএরটিএকে ভাবতে হবে কাকে এই লাইসেন্স দিচ্ছি, কেন দিচ্ছি। আর ছোট ছোট গাড়ি ব্যাপক পরিমাণ চলতে দেখা যায়। এতে যানজটের মাত্রা আর তীব্র হচ্ছে। সুতরাং কোন রাস্তা দিয়ে কী গাড়ি চলবে, কী চলবে না এগুলো বিবেচনায় আনতে হবে।