শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন ৩১ জানুয়ারি

SONALISOMOY.COM
জানুয়ারি ২৪, ২০১৭
news-image

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর টাঙ্গাইল-৪ শূন্য আসনের নির্বাচন আগামী ৩১ জানুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

আসাদুজ্জামান জানান, এই আসনের নির্বাচনে আদালতের আইনি বাধা উঠে যাওয়ায় এই উপ-নির্বাচণের তারিখ আগামী ৩১ জানুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকী দলের প্রাথমিক পদ হারালে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ফলে আসনটি শূন্য হলে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তার করা আপিল গত ১৮ জানুয়ারি আপিল বিভাগে খারিজ হয়ে গেলে নির্বাচন অনুষ্ঠানের বাধা কাটে। সে অনুযায়ী নির্বাচন কমিশন আগামী ৩১ জানুয়ারি ভোটের পুনঃতারিখ নির্ধারণ করে।