শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

হাটগাঙ্গোপাড়ায় আ.লীগের সভায় সাংসদকে অভিনন্দন, জনসভা সফল করার আহ্বান

SONALISOMOY.COM
জানুয়ারি ২৪, ২০১৭
news-image

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র হাটগাঙ্গোপাড়ায় আগামী শুক্রবার বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এম,পির আগমন উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক চলতি অধিবেশনে জাতীয় সংসদে প্যানেল স্পিকার নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানানো হয়।
বিকেলে হাটগাঙ্গোপাড়ার দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সভায় মুঠোফোনে বক্তব্য রাখেন সাংসদ ইঞ্জিনিয়ার এনামূল হক। উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক প্রতীক দাস রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব মাষ্টার, রিয়াজ উদ্দিন মাষ্টার, যুগ্ম-সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আজাহারুল হক, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান সরদার জানমোহাম্মাদ, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আব্দুল হাকিম, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম শেখ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মরিয়ম বেগম, যুব মহিলা লীগের সভানেত্রী প্রভাষক শাহিনুর খাতুন, উপজেলা যুলীগের সভাপতি আল-মামুন, কৃষক লীগের সভাপতি ইমদাদুল হক, আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন, ছাত্রলীগের সাধারন সম্পাদক জহুরূল ইসলাম প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক লীগের সহ-সভাপতি ড. পি এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দিন আবুল, যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, সিরাজ উদ্দিন সুরুজ, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ মৃধা, লুৎফর রহমান, নুরুল ইসলাম, সাহাদত হোসেন সাগর, জেলা যুবলীগ নেতা  আবু সাইদ, উপজেলা যুবলীগ নেতা আব্দুল জলিল, আব্দুল আজিজ লিটন, ফেরদৌস আলী, মোমিনুল ইসলাম মাসুম প্রমুখ ।
সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর জনসভা সফল করার জন্য নেতা-কর্মী ও এলাকার লোকজনের প্রতি আহ্বান জানানো হয়। সভায় বক্তারা চলতি অধিবেশনে সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক প্যানেল স্পিকার নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানানো হয়। সাংসদও বিরল সম্মানে ভূষিত হওয়াতে ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়াতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানান। এলাকাবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্ত্রী আগামী শুক্রবার সকালে হেলিকপ্টারযোগে রাজশাহীর বাগমারায় পৌঁছাবেন। তিনি বেলা ১১টায় ভবানীগঞ্জ হেলিপ্যাড অবতরণের পর চানপাড়াস্থ বঙ্গবন্ধু স্মৃতিজাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করবেন। এর পর তিনি শিকদারীর সালেহা-ইমারত মেডিকেল সেন্টার পরিদর্শন করে সাংসদের সালেহা-ইমারত কোল্ডস্টোরেজে মধ্যাহ্নভোজে মিলিত হবেন। বিকেলে তিনি হেলিকপ্টারযোগে হাটগাঙ্গোপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। বারিগ্রাম মাদ্রাসা মাঠে অবতরণের পর বিদ্যুৎ উপকেন্দ্রে উদ্বোধন করবেন এবং হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত স্থানীয় আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।