শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ভক্তের মৃত্যুতে কাঁদলেন শাহরুখ

SONALISOMOY.COM
জানুয়ারি ২৬, ২০১৭
news-image

বিনোদন ডেস্ক:

মিড ডে বলছে, নিহত ফরিদ খান পাঠান-এর পরিবারের সবাই যাতে তার শেষকৃত্যে ঠিকমতো যেতে পারে সেই ব্যবস্থাও করেন শাহরুখ।

এ ব্যাপারে শাহরুখের এক ঘনিষ্ঠ সূত্র মিড ডে’কে জানায়, “রত্নম থেকে বরোদা পর‌্যন্ত শাহরুখের গাড়িতে করে ফরিদ খান পাঠানের পরিবারের সদস্যদের পৌঁছে দেওয়া হয়। শাহরুখের বিশ্বাসী লোক তাদের সঙ্গে ছিলেন।”

ওই সূত্র আরও দাবি করে, “ ফরিদ-এর এক আত্মীয়ের কাছ থেকে যখন শাহরুখ জানতে পারেন ঘটনাটি, তখন তিনি কেঁদে ফেলেন।”

সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘রইস’-এর প্রচারের জন্য রাজধানী এক্সপ্রেসে মুম্বাই থেকে দিল্লি গিয়েছিলেন শাহরুখ। তখনই বরোদাতে শাহরুখের ট্রেন থামলে ঘটে এই ঘটনা।

ওই সময় স্টেশনে শাহরুখকে দেখতে উপস্থিত হয়েছিল প্রায় দেড় লাখ লোক। তখনই ভীড় সামলাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়ে আহত হন অনেকেই। ওইসময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ফরিদ আলি পাঠান।

এই ঘটনায় অনেকেই আঙুল তুলেছেন নিরাপত্তা ব্যবস্থার দিকে। তবে বরোদা স্টেশনে দায়িত্বে থাকা পুলিশ বলছে, ওইদিন শাহরুখের আসার ব্যাপারে কিছুই জানতেন না তারা।

ওয়েস্ট রেল পুলিশ কর্মকর্তা সরোদ সিঙ্ঘাল এব্যাপারে বলেন, “রেলওয়ে মন্ত্রণালয় থেকে আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি শাহরুখ খানের আসার ব্যাপারে। তাছাড়া আমরা ভাবিনি যে সেখানে দেড় লাখ লোক জড়ো হয়ে যাবে। তাই এই ঘটনার দায় আমরা নেব না।”

পুরো ঘটনাটি নিয়ে তদন্ত করবে ভারতের রেল মন্ত্রণালয়।