শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

পাকিস্তানের পার্লামেন্টে হাতাহাতি, উত্তপ্ত পরিবেশ

SONALISOMOY.COM
জানুয়ারি ২৭, ২০১৭
news-image

আন্তর্জাতিক ডেস্ক:

সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যদের ধস্তাধস্তিতে পাকিস্তানের জাতীয় পরিষদ যেন যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল। একটি সংবাদ সংস্থার ভিডিওতে সেই ছবি উঠে আসে। এই ঘটনার পর অধিবেশন ১৫ মিনিটের জন্য স্থগিত করে দেওয়া হয়।

কলকাতা টোয়েন্টিফোরের খবর, পাকিস্তানের বিরোধী দলের পাঁচ সদস্য স্পিকার আয়াজ সাদিককে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে বিশেষাধিকার ভঙ্গের প্রস্তাব স্বীকারের অনুরোধ করেন। আর এটা নিয়েই তেহরিক-ই-ইনসাফের সাংসদের সঙ্গে ক্ষমতাসীন পিএমএল-এন এর সাংসদরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এরপরেও পাকিস্তান তেহরিফ-ই-ইনসাফের পক্ষ থেকে প্রতিবাদ চলতে থাকে। তারা পিএমএল-এন এর এক নেতার বিরুদ্ধে পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে অপমানজনক কথা বলার অভিযোগ তোলেন। এরপরেই সরকার এবং বিরোধী দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।

প্রসঙ্গত, পাকিস্তানের সর্বোচ্চ আদালতে সেই সময় পানামা কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে যুক্ত একটি মামলার শুনানি চলছিল।