শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ভারতীয় সিনেমা থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে পাকিস্তান

SONALISOMOY.COM
জানুয়ারি ৩০, ২০১৭
news-image

অনলাইন ডেস্ক :
ভারতীয় সিনেমার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। রবিবার দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী মারিয়াম আওরঙ্গজেবের উদ্ধৃতি দিয়ে ডন এ খবর প্রকাশ করেছে।

মন্ত্রী জানান, অর্থনৈতিক সুবিধার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০০৭ সাল থেকে ভারতীয় সিনেমা আমদানির পর পাকিস্তানি চলচ্চিত্রে তা ইতিবাচক প্রভাব রেখেছে বলেও দাবি করেন মন্ত্রী।

এক বিবৃতিতে মন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব বলেন, ১৯৬৫ সাল থেকে আজ পর্যন্ত ভারতীয়সহ যেসব বিদেশী চলচ্চিত্র আমদানি করা হয়েছে তাতে পাকিস্তানি চলচ্চিত্র বাণিজ্য ও এই শিল্প লাভবান হয়েছে। ভারতীয় চলচ্চিত্র আমদানির কারণেই ২০০৭ সাল থেকে পাকিস্তানের চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়াতে পেরেছে।