শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

নাম দেয়নি চার রাজনৈতিক দল

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ১, ২০১৭
news-image

নিজস্ব প্রতিবেদক:
নতুন নির্বাচন কমিশন গঠনে মন্ত্রিপরিষদ বিভাগে নাম প্রস্তাব করেনি চার রাজনৈতিক দল। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল ওদুদ এ কথা জানিয়েছেন।

দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও গণফোরাম।

এর আগে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৩১টি দলের সঙ্গে আলোচনা করেন। এর মধ্যে আজ (মঙ্গলবার) আওয়ামী লীগ ও বিএনপিসহ ২৭টি রাজনৈতিক দল নাম প্রস্তাব করে। তবে বাকি চারটি দল কোনো নাম দেয়নি।

এর আগে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যোগ দেয়া ৩১টি রাজনৈতিক দলকে ৩১ জানুয়ারি বিকেল ৩টার মধ্যে পাঁচজনের নামের প্রস্তাব জমা দিতে বলেছিল সার্চ কমিটি। ইসি গঠন নিয়ে ১২ বিশিষ্ট ব্যক্তির সঙ্গেও মতবিনিময় করেছেন কমিটির সদস্যরা।

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের সার্চ কমিটি দলগুলোর কাছ থেকে পাওয়া নাম যাচাই-বাছাই করে ৮ ফেব্রুয়ারির মধ্যে তাদের সুপারিশ জমা দেবে। ওই সুপারিশ থেকেই অনধিক পাঁচ সদস্যের ইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংলাপে অংশ নেয়া অন্য দলগুলো হলো- লিবারেল ডেমোক্রেটি পার্টি (এলডিপি), কৃষক-শ্রমিক জনতা লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রণ্ট (বিএনএফ), ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), সাম্যবাদী দল, বিকল্পধারা, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাসদ (আম্বিয়া), বাসদ, ইসলামী আন্দোলন, গণতন্ত্রী পার্টি, গণফোরাম, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণফ্রন্ট, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও জাকের পার্টি।