শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বাগমারায় চক মহাশ্মশানে গঙ্গাপূজা উপলক্ষে সূধী সমাবেশ অনুষ্ঠিত

SONALISOMOY.COM
এপ্রিল ১৬, ২০১৭
news-image

বাগমারা প্রতিনিধি
বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের কাটাদাড়া ব্রিজ সংলগ্ন মাঠে গতকাল রোববার বিকেলে দেওপাড়া চক মহাশ্মশান কমিটির উদ্যোগে এক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাগমারার দেওপাড়া, দামনাশ, পারুইটুঙ্গী এবং মান্দার হুলিবাড়ীসহ মোট চারটি গ্রামের সমন্বয়ে গঠিত চক মহাশ্মশান সংস্কার ও শ্মশানে গঙ্গাপূজা উপলক্ষে এই সূধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের মাননীয় ট্রাষ্টি অনিল কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অসিত কুমার ঘোষ। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরেন্দ্রনাথ সরকার।
বিশিষ্ট সমাজ সেবক খিতিশ চন্দ্র প্রামানিকের সভাপতিত্বে ও বাগমারা উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন-সাধারন সম্পাদক বিশ্বনাথ প্রমামিকের সঞ্চালনায় সূধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাগমারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার কুন্ডু, গোবিন্দপাড়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিজন সরকার, মান্দা উপজেলার বিষœপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বাগমারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শীতেনন্দ্রনাথ প্রাং, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক হীরেনন্দ্রনাথ উকিল, চক মহাশ্মশান কমিটির সভাপতি দ্বীজেন্দ্রনাথ প্রাং, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার প্রাং, অধ্যাপক কাঞ্চন রায় চৌধুরী ও রতন চন্দ্র প্রাং প্রমুখ।