শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

জাতির জনকের চিন্তা-চেতনার প্রতিফলন ঘটাতে হবে ঃ এনামুল হক এমপি

SONALISOMOY.COM
আগস্ট ৬, ২০১৭
news-image

বাগমারা প্রতিনিধি
রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হক বলেন, জাতির জনকের চিন্তা চেতনার প্রতিফলন, প্রতিপালন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনকের চিন্তা-চেতনা, আদর্শ লালন করতে না পারলে তার দ্বারা ভাল কাজ সম্ভব না। রোববার উপজেলার সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আওয়ামী লীগ হতে হলে অন্তরে মুজিব আদর্শ লালন পালন করতে হবে। নেতৃত্ব গড়ে তুলতে হলে নিজেকে আগে ত্যাগি হতে হবে। দল ও দেশের জন্য কাজ করতে হবে।
উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক, সিরাজ উদ্দিন সুরুজ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, চেয়ারম্যান আয়েন উদ্দিন, আব্দুল হাকিম প্রাং, আব্দুল হামিদ ফৌজদার, আজাহারুল হক, আসকান আলী, আনোয়ার হোসেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ, মাহমুদুর রহমান রেজা, নার্গিস বেগম, উপজেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, ত্রাণ বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা আ’লীগ সদস্য জাহাঙ্গীর আলম, হারুন অর রশিদ, উপাধ্যক্ষ আয়ুব আলী, আব্দুর রাজ্জাক,বুলবুল, কাঞ্চন, অধ্যাপক আবুল, শামসুল হক,মহিলা আ’লীগের সভানেত্রী মরিয়ম বেগম,সম্পাদীকা কহিনুর, যুবমহিলা লীগের সভাপতি শাহীনুর খাতুন, কৃষক লীগের সভাপতি এমদাদুল হক, সম্পাদক আসাদুজ্জামাদ আসাদ,যুবলীগের সভাপতি আল মামুন, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মাস্টার লুৎফর রহমান, আউচপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শামীম আল মামুন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ভবানীগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন প্রমুখ।