শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বাগমারায় তিন দিনের বৃক্ষ মেলার উদ্বোধন
বাংলাদেশ বিশ্বের সবুজ বনায়নের মডেলঃ এনামুল হক এমপি

SONALISOMOY.COM
আগস্ট ১৪, ২০১৭
news-image

বাগমারা প্রতিনিধি
গাছ লাগানোর আহ্বান জানিয়ে রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, পুষ্টি পেতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। বেশি বেশি দেশীয় জাতের গাছ লাগালে বেশি পুষ্টি পাওয়া যাবে। সে সঙ্গে অর্থ পাওয়া যাবে। তাই সকলকে একটি করে হলেও গাছ লাগাতে হবে। তিনি সোমবার বিকেলে বাগমারা উপজেলা পরিষদ চত্বরে তিন দিনের ফলদ বৃক্ষমেলার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
এনামুল হক আরও বলেন, বাংলাদেশ বিশ্বের সবুজ বনায়নের মডেল। বাংলাদেশকে এর স্বীকৃতিও দেওয়া হয়েছে।
বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মুহাঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু।

উপসহকারী কৃষি কর্মকর্তা আজাদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মহা ব্যবস্থাপক রফিকুল আলম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, গোলাম সারোয়ার আবুল, সিরাজ উদ্দিন সুরুজ, জেলা পরিষদের সদস্য মাহমুদুর রহমান রেজা, বাসুপাড়া ইউনিয়ন চেযারম্যান আব্দুল জব্বার মন্ডল, কাচারীকোয়ালীপাড়া ইউপি চেয়ারম্যান আয়েন উদ্দিন, উপজেলা আ’লীগের সহদপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হক, সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বৃক্ষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শনসহ আধুনিক কৃষিযন্ত্রপাতি উদ্বোধন করেন প্রধান অতিথি। এবারের বৃক্ষ মেলায় বিভিন্ন প্রকার ফলদ,ব নজ ঔষধীসহ ২৫ টি স্টল স্থান পেয়েছে।