শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

আয়কর মেলা ২০১৭-তে ভ্যাট অনলাইন সেবা এনবিআর’র

SONALISOMOY.COM
নভেম্বর ২, ২০১৭
news-image

নিজেস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁও-এ অবস্থিত নতুন এনবিআর ভবনে অনুষ্ঠিতব্য আয়কর মেলা ২০১৭-তে অংশ নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর আওতাধীন ভ্যাট অনলাইন প্রজেক্ট।

মেলায় ভ্যাট অনলাইনের স্টলে গিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নিবন্ধন করার পাশাপাশি উক্ত প্রজেক্টের বিভিন্ন সুবিধা বিস্তারিত জানার সুযোগ পাবে। নিমিষেই নিবন্ধন করার পাশাপাশি ভ্যাট অনলাইন সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদান করাই স্টলের মূল উদ্দেশ্য।

এছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ভ্যাট প্রদানের লক্ষ্যে যে কেউ অনলাইনে নিবন্ধন করতে পারবেন এবং দেশব্যাপি ভ্যাট অনলাইন সার্ভিস সেন্টার থেকে ভ্যাট সংক্রান্ত যেকোনো সেবা পাওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কম্পিউটার কিংবা স্মার্টফোন থেকে www.vat.gov.bd ঠিকানায় গিয়ে অনলাইন নিবন্ধন করতে পারবে।