শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

কোন কাজ সহজ ভাবে করতে গেলে সমবায়ের বিকল্প নেই: এমপি এনামুল

SONALISOMOY.COM
নভেম্বর ৪, ২০১৭
news-image

নিজেস্ব প্রতিবেদক: উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় পালিত হলো ৪৬ তম জাতীয় সমবায় দিবস। সমবায় দিবসের প্রধান অতিথি রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বারায় সমবায়ের সৃষ্টি। কোন কাজ সহজ ভাবে সম্পন্ন করতে গেলে সমবায়ের বিকল্প নেই।

প্রধান অতিথি আরো বলেন, বাগমারায় অনেক সম্ভাবনাময় খাত আছে যেখাানে একার পক্ষে সফল হওয়া সম্ভব হয়ে উঠে না। সেখানে সমবায়ের মাধ্যমে সুফল পাওয়া যায়। বাগমারা তথা দেশের উন্নয়নে যুব সমাজকে কাজে লাগাতে হবে। তাহলে দ্রুত দেশের উন্নয়ন সম্ভব। সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আলাউদ্দিন প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মাইনুল ইসলাম, খাইরুল ইসলাম, অফিস সহকারী মুনসুর রহমান, হারুন উর রশিদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, আনোয়ার হোসেন, মকলেছুর রহমান দুলাল,জেলা পরিষদ সদস্য মাহামুদুর রহমান রেজা,উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল,যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাষ্টার, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সুরক্ষা সমবায় ও ঋণদান সমিতির সভাপতি আনোয়ার হোসেন, যুবলীগ সভাপতি আল-মামুন প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলার সেরা ৩টি সমবায় সমিতির হাতে পুরস্কার প্রদান করা হয়।