শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বাগমারায় সালেহা ইমারত ফাউন্ডেশন উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবিররে উদ্বোধন

SONALISOMOY.COM
জানুয়ারি ৪, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারও রাজশাহীর বাগমারার শিকদারীতে তিনদিনের চক্ষুশিবিরের আয়োজন করা হয়েছে। সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বিনামূল্যের চক্ষুশিবিরের উদ্বোধন করা হয়। সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত চোখে ছানি পড়া রোগী অপারেশনের জন্য বাছাই করা, অন্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ব্যবস্থাপত্র দেওয়া হয়।

সকালে বিনামূল্যের এই চক্ষুশিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুঠো ফোনে বক্তব্য রাখেন, সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু,ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল, যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য হাসেন আলী, সাংসদের প্রেস সচিব জিল্লুর রহমান, বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক বেলাল হোসেন, বাগমারা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসদুজ্জামান আসাদ, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল, সোহরাব হোসেন মাসুম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ, আসলাম হোসেন, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, আফজাল হোসেন, মাহাবুর রহমান, আজাদ হোসেন, গোলাম রাব্বানী, সুলতান আলী, নজরুল ইসলাম, রইচ উদ্দিন, আবু সাইদ, জালাল উদ্দিন, রাজু আহম্মেদ, আজাদ হোসেন, ইকবাল হোসেন, কামরুল হাসান, আবু হেনা প্রমুখ। দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক তামিমুল ইসলাম, হামিদুর রহমান, আবুল হোসেন সেবা প্রদান করবেন।

পরে নির্বাচিত রোগীদের বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজনের জন্য ফাউন্ডেশনের নিজস্ব ব্যবস্থাপনায় দিনাজপুরে নিয়ে যাওয়া হবে। রোগীদের যাবতীয় খরচ সালেহা ইমারত ফাউন্ডেশন বহন করবে।
উল্লেখ্য প্রতি বছরই বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রতিষ্ঠান সালেহা ইমারত ফাউন্ডেশন বিনামূল্যে চক্ষুশিবিরের আয়োজন করেন।