মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বঙ্গবন্ধুর কারণেই আজ আমরা স্বাধীনঃ এমপি এনামুল

SONALISOMOY.COM
জানুয়ারি ১০, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারনে আজ আমরা স্বাধীন। শেখ মুজিবুর রহমানের আরেক নাম স্বাধীন বাংলাদেশ। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন ধরে মানুষের কল্যাণে সংগ্রাম করে গেছেন। তাঁর নেতৃত্বে ৫২ থেকে ৭১ পর্যন্ত সংগ্রাম চালিয়েছে বাংলার আপামর জনগণ। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্যে দিয়ে জাতি পেয়েছে ঐক্যবদ্ধ হওয়ার শক্তি। জাতীয় শ্রমিক লীগ তাহেরপুর পৌর শ্রমিক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথি আরো বলেন, খুনি মোস্তাকেরা জাতির জনককে হত্যা কান্ডের মধ্যে দিয়ে বাংলাদেশকে হত্যা করার চেষ্টায় লিপ্ত ছিল। তাদের তৈরি নীল নকশা বাস্তবায়নের চেষ্টায় ব্যস্ত ছিল। বর্তমানে জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করে চলেছেন। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বাগমারা সহ দেশের জনগণ নিরাপদে বসবাস করতে পারছে। শেখ হাসিনার কারনে আজ তাহেরপুরে সুন্দর ভাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হলো। তিনি আরো বলেন, এক সময়ের রক্তাক্ত তাহেরপুর আজ শান্তির জনপদে পরিতন হয়েছে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন , যদি এলাকার উন্নয়ন চান তাহলে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করার আহ্বান জানান।
বুধবার বিকেলে তাহেরপুর পৌর শ্রমিক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিঁয়াজ হাটায় বিশাল সমাবেশে জাতীয় শ্রমিক লীগ তাহেরপুর পৌর শ্রমিক লীগের সভাপতি আইনুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, বাগমারা উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ খাঁন, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুবলীগের সভাপতি আল-মামুন, ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সদস্য জাহানারা বেগম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, ত্রান বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আজাহুরুল হক, আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সরদার জান মোহম্মাদ, উপজেলা আ’লীগ সদস্য আলী হাসান, আকবর আলী, আব্দুল বারী, হাতেম আলী, লোকমান আলী, হাচেন আলী, বকুল খরাদী, উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, উপজেলা মহিলালীগের সভাপতি মরিয়ম বেগম, সম্পাদীকা কহিনুর বেগম, কাচারীকোয়ালী পাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আক্তারুজ্জামান বুলবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মোল্লাহ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম সোহাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর, ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক মমতাজ আক্তার বেবী, তাহেরপুর পৌর আ’লীগ নেতা আমজাদ মৃধা, ২ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মাহাবুবুল হক শাহী, পৌর যুবলীগ সভাপতি মাসুদ রানা, জেলা ছাত্রনেতা উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জহুরুল ইসলাম, সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, ভবানীগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন প্রমুখ। এদিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে উপজেলার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে দলীয়
পতাকা উত্তোলন সহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।