শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

উপজেলার তাহেরপুর পৌরসভার মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন

SONALISOMOY.COM
মার্চ ২৪, ২০১৮
news-image

বাগমারা (তাহেরপুর) প্রতিনিধি: বাগমার উপজেলার তাহেরপুর পৌরসভা মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন “বাগমারার মাটি রাখিবো মাদক ও সন্ত্রাস মুক্ত” এই স্লোগানকে সামনে নিয়ে বাগমারা মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির উদ্যোগে বিকেলে তাহেরপুর হাইস্কুল মাঠে এক আলোচনা সভা এবং মাদক ও সন্ত্রাস প্রতিরোধের লক্ষে আহবায়ক কমিটি গঠন করা হয়।

শনিবার ২৪ মার্চ, বিকেল ৫টায় তাহেরপুর হাইস্কুল মাঠে মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বাগমারা মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক এবং তাহেরপুর প্রেস ক্লাবের আহবায়ক এস এম সামসুজ্জোহা মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপক আব্দুস সাত্তার প্রামানিক, তাহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হাফিজুর রহমান, জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গুলবর রহমান, দৈনিক ভোরের ডাক পত্রিকার বাগমারা উপজেলা সংবাদদাতা মোঃ সেলিম রেজা, রামরামার বিশিষ্ট মাছ ব্যবসায়ী কাওছার রহমান, আওয়ামীলীগ নেতা মমিনুল ইসলাম চৌধুরী। এছাড়াও আরো বক্তব্য রাখেন তাহেরপুর আনসার ভিডিপির কমান্ডার জহুরুল হক, সাহাদৎ হোসেন, তরিকুল ইসলাম, হোটেল ব্যবসায়ী আফজাল হোসেন। সাংবাদিক আশরাফুল ইসলাম ফরাসি ও রায়হানুল ইসলাম রনির যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক খোরশেদ আলম, রবিউল ইসলাম, ২নং ওয়ার্ডের আনসার কমান্ডার বেলাল হোসেন, আনছার ভিডিপির মহিলা সদস্য শকেজান বিবি, মাজেদা বেগম, সোহানা বিবি, কহিনুর বেগম, আলেয়া, গোয়ালকান্দি ইউপি আনছার ভিডিপি কমান্ডার সাইফুল ইসলাম, মকলেছুর রহমান, হেলাল উদ্দিন,গোলাম মোস্তফা, বেলাল হোসেন, জাহেদুল ইসলাম প্রমুখ।

অপরদিকে আলোচনা সভা শেষে তাহেরপুর হাইস্কুল মাঠে উপস্থিত সকল সদস্যের সর্ব সম্মতিক্রমে বাগমারা তাহেরপুর পৌর মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহবায়ক কমিটির আহবায়ক মনোনিত হন দৈনিক ভোরের ডাক পত্রিকার বাগমারা উপজেলা সংবাদদাতা মোঃ সেলিম রেজা ও যুগ্ম আহবায়ক মনোনীত হন সাপ্তাহিক দিন বদলের কন্ঠের তাহেরপুর আ লিক প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম ফরাসি। সদস্য সচিব মনোনীত হন জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ গুলবর রহমান, সহকারী সদস্য সচীব মনোনীত হন সাপ্তাহিক দিন বদলের কন্ঠের গোয়ালকান্দি প্রতিনিধি মোঃ রায়হানুল ইসলাম রনি। অন্যন্য সদস্যরা হলেন সাংবাদিক খোরশেদ আলম, রবিউল ইসলাম, সাকিব আহম্মেদ সম্্রাট, আলতাব হোসেন ঘরামী, মমিনুল ইসলাম চৌধুরী, কমান্ডার বেলাল উদ্দিন, আফজাল হোসেন, কমান্ডার রইচ উদ্দিন, আজগর আলী, কাজেম উদ্দিন, সাইফুল ইসলাম, জহুরুল ইসলাম, রহিদুল ইসলাম, পিন্টু ইসলাম, নাজমুল ইসলাম, সাইদুর রহমান, আজিজ প্রমুখ।