শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বাগমারায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন

SONALISOMOY.COM
মার্চ ২৫, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চের সেই কালোরাত্রির গণহত্যা দিবস পালিত হয়েছে। গণগত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার সকালে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ, এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, বাগমারা জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাসুদুর রহমান, বিআরডিবি কর্মকর্তা আমাতুল হাকিম, পরিবার পরিকল্পনা অফিসার সাজেদা খানম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নারগীস বেগম, কাউন্সিলর হাচেন আলী, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল হক, গনিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, আ’লীগ নেতা জাহেদুর রহমান মিঠু সহ জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সেই সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।