শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

এসএসসিতে উত্তীর্ণদের এমপি এনামুল হকের অভিনন্দন

SONALISOMOY.COM
মে ৬, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
পাশাপাশি প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান।
রবিবার প্রকাশিত ফলাফলে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
এর মধ্যে মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয় হতে ১১৫ জন অংশ গ্রহণ করে পাশ করেছে ১১১ জন এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন।
ভবানীগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় হতে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন।
মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে ২৪ জনের জিপিএ-৫ সহ পাশ করেছে ১৫৯ জন পরীক্ষার্থী। চলতি বছর বিজ্ঞান, বাণিজ্য শাখা ও মানবিক বিভাগ থেকে ১৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বাণিজ্য বিভাগ হতে ৪০ জন এবং মানবিক বিভাগ হতে ৩৯ জন অংশ গ্রহণ করে বাণিজ্য এবং মানবিক বিভাগ থেকে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী ।
অন্যদিকে বিজ্ঞান বিভাগ থেকে ৮৩ জন অংশ গ্রহণ করে ২৪ জন জিপিএ-৫ সহ পাশ করে ৮০ জন শিক্ষার্থী। চলতি বছর বিদ্যালয়ের পাশের হার শতকরা ৯৮.১৫ ভাগ। ভবানীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হতে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।
হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়ে ১৪৩ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৬ জন।
হাট-গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় হতে ১৫৩ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। হাট-খুজিপুর উচ্চ বিদ্যালয়ে ৭৬ জন অংশ নিয়ে শতভাগ পাশ সহ জিপিএ-৫ পেয়েছে ১৮ জন।
জামালপুর উচ্চ বিদ্যালয়ে ৪৮ জন অংশ নিয়ে শতভাগ পাশ সহ জিপিএ-৫ পেয়েছে ১০ জন।
শংকরপৈ উচ্চ বিদ্যালয় হতে ১০০ জন অংশ নিয়ে পাশ করেছে ৯৩ জন এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন।
বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫৫ জন অংশ নিয়ে পাশ করেছে ৫৪ জন এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন।
বাঁইগাছা উচ্চ বিদ্যালয় হতে ১০৫ জন অংশ নিয়ে পাশ করেছে ১০৩ জন এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন।
মুগাইপাড়া উচ্চ বিদ্যালয় হতে ২৪ জন অংশ নিয়ে পাশ করে ২৩ জন এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন।
পানিশাইল উচ্চ বিদ্যালয় হতে ৩৭ জন অংশ নিয়ে পাশ করেছে ৩৬ জন এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন।
চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় হতে ৬২ জন অংশ নিয়ে ৫৪ জন পাশ করেছে এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন।
কোন্দা উচ্চ বিদ্যালয়ে কোন্দা উচ্চ বিদ্যালয়ে ২১ জন অংশ নিয়ে পাশ করেছে ১৯ জন এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন।
শ্রীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৫৪ জন অংশ নিয়ে পাশ করে ৫১ জন এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী।
এছাড়াও শ্রীপুর ইসলামীয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা হতে ৩৬ জন অংশ নিয়ে শতভাগ পাশ সহ জিপিএ-৫ পেয়েছে ১৩ জন শিক্ষার্থী