শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বাগমারায় বিদ্যুৎ পৃষ্টে আহত যুবককে আর্থিক অনুদান দিলেন উপজেলা সমাজসেবা অফিস

SONALISOMOY.COM
জুলাই ৮, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় গত রমজান মাসে রাস্তার উপরে ছিড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে আহত ব্যক্তিকে উপজেলা সমাজসেবা অফিস হতে নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আহত শাহারিয়ার কবির শিশিরের পিতা আব্দুল হান্নান ওই ঘটনায় নিহত হন।

তাদের বাড়ি উপজেলার যোগিপাড়া ইউনিয়নের দোঘলপাড়া গ্রামে। বিদ্যুতের তারে জড়িয়ে আহত শাহারিয়ার কবির শিশিরের চিকিৎসার জন্য তার পরিবারের নিকট এই অনুদানের অর্থ প্রদান করা হয়।

বর্তমানে শাহারিয়ার কবির শিশিরের অবস্থা গুরুতর। আহত শাহারিয়ার কবির শিশির রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ে আহত শাহারিয়ার কবির শিশিরের মা শিরিন শিলার হাতে নগদ দশ হাজার প্রদান করেন সমাজসেবা অফিসার আব্দুল মমিন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, সহকারী সমাজসেবা অফিসার আব্দুল মতিন সহ অন্যান্য কর্মকর্তাগণ।

বিদ্যুতের তারে জড়িয়ে ছেলে আহত এবং পিতা নিহতের ঘটনায় বাগমারা জোনাল অফিসের পক্ষ থেকে ঘটনার পর পরই ১০ হাজার টাকা দিয়ে দায় এড়িয়ে গেছেন। পল্পী বিদ্যুতের ঝুলন্ত তারে মর্মান্তিক ঘটনায় বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় আর্থিক ভাবে তেমন কোন সহযোগিতা না করায় এলাকাবাসীর মাঝে চরম হতাশা বিরাজ করছে।