শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

উপজেলা আ.লীগের মতবিনিময় সভায় উন্নত নগর গড়তে নৌকায় ভোট দিন: এমপি এনামুল হক

SONALISOMOY.COM
জুলাই ২৬, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত ব্যক্তি এএইচএম খায়রুজ্জামান লিটনকে নির্বাচিত করুন। উন্নত নগর গড়তে হলে নৌকার বিজয়ের বিকল্প নেই। নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

আ’লীগ সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। রাজশাহী সহ এলাকার আপামর জনগোষ্ঠির উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। বুধবার বিকেলে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি আয়োজিত ১৬টি ইউনিয়ন ও ২টি পৌর সভার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আগামী জাতীয় নির্বাচনে উপজেলার ৮০টি ভোট কেন্দ্রের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেই সাথে আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথ পালনের লক্ষ্যে একটি সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক প্রতীক দাস রানা, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বিভিন্ন কেন্দ্রে কমিটির আহ্বায়ক পর্যায়ক্রমে রহিদুল ইসলাম, আশরাফুল আলম বাবু, আজাহার আলী, আজিজার রহমান, সান্টু, মাহাবুর রহমান বিপ্লব, আব্দুস সালাম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মালেক মেহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দিন মাস্টার, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম হেলাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মহসিন আলী, শ্রম সম্পাদক মকবুল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক হারুন অর রশিদ, কার্যকরী কমিটির সদস্য আলী হাসান, জাহাঙ্গীর আলম, আক্তারুজ্জামান বুলবুল, হারুণ অর রশিদ, শামসুল ইসলাম, হাতেম আলী, হাচেন আলী, আব্দুল বারী, ওমর আলী, আয়ূব আলী, আকবর আলী, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহার আলী, আয়েন উদ্দিন, আব্দুল হামিদ ফৌজদার, আনোয়ার হোসেন, আসলাম আলী আসকান, আব্দুল হাকিম প্রামানিক, সামসুল হক, সোলাইমান আলী হিরু, জেলা আওয়ামী লীগের সদস্য জাহানারা বেগম, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, নারগীস বেগম, মহিলালীগের সভানেত্রী মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বিভিন্ন ইউনিয়নের আ’লীগ নেতা আবু তাহের মাস্টার, সামসুল ইসলাম, রনজিত কুমার, সামসুল হক, মোজাম্মেল হক, মানিক, আমজাদ হোসেন মৃধা, আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সভাপতি আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর, সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক সোহাগ, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি শাহীনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন বেগম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন, ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার ৮০টি ভোট কেন্দ্রের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সহ আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের সদস্যবৃন্দ।