শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বাগমারায় বৃক্ষ মেলায় সেবার ঝুঁড়ি নিয়ে এসএনভি নেদারল্যান্ড

SONALISOMOY.COM
আগস্ট ৫, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলায় বিভিন্ন প্রকার সেবার ঝুঁড়ি নিয়ে এসেছে ‘এসএনভি’ নেদারল্যান্ড ডেভল্পমেন্ট অরগনাইজেশন।

এবারের ফলদ বৃক্ষ মেলায় অংশ নিয়ে একটি সেবার স্টল দিয়েছেন তারা। সেই স্টল থেকে কৃষক সহ মেলায় আগত দর্শনার্থীদের দিয়ে চলেছেন উত্তম কৃষি পদ্ধতিতে আম চাষাবাদের উপর সচেতনতা মূলক ডিজিটাল ভিডিও চিত্র প্রদর্শন। পাশাপাশি মেলায় দর্শনার্থীদের মাঝে আমের রোগ ও পোকামাকড় দমনের উপর ভিডিও ধরনের লিফলেট ও উত্তম কৃষি পদ্ধতির ম্যানুয়াল বই বিতরণ করছেন।

এই সময় উপস্থিত ছিলেন ঝঘঠ নেদারল্যান্ড ডেভলপমেন্ট অরগনাইজেশন এর উপজেলা সমন্বয়কারী সমির রায় এবং মোকলেছুর রহমান।

শনিবার ফলদ বৃক্ষ মেলায় ঝঘঠ নেদারল্যান্ড ডেভল্পমেন্ট অরগনাইজেশনের স্টল পরিদর্শন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান প্রমুখ।