শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বাগমারায় বিএমডিএ’র উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ বৃক্ষের চারা বিতরণ

SONALISOMOY.COM
আগস্ট ৬, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন প্রকার ফলদ বৃক্ষের চারা বিতরণ করেছেন । শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার ফল খাওয়ার পাশাপাশি গরমের সময় ছায়া পাবেন বলে কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছেন।

সোমবার দুপুরে উপজেলা বিএমডিএ’র কার্যালয়ে গোপালপুর ইসলামীয়া আলিম মাদ্রাসা ও চাঁইপাড়া উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা গাছ তুলে দেন উপজেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএমডিএ’র কর্মকর্তা আবু সুফিয়ান, গোপালপুর ইসলামীয়া আলিম মাদ্রসার সুপার আলহাজ্ব আবুল হোসেন সরদার, সাদোপাড়া-চাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, প্রভাষক জিল্লুর রহমান, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।