শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বাগমারায় মাধ্যমিক পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্ততি সভা

SONALISOMOY.COM
আগস্ট ২৭, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) খেলার প্রস্ততিমূলক সভা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান আসকান আলী, আলহাজ আব্দুল জব্বার মন্ডল, মনিরুজ্জামান রঞ্জু, আয়েন উদ্দিন, আব্দুল হামিদ ফৌজদার, বিজন কুমার সরকার, মকলেছুর রহমান দুলাল, আব্দুল মতিন, মুকবুল হোসেন, আনছার ভিডিপি কর্মকর্তা নারগিস বেগম, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় “বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট” এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আদলে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান/ ক্লাব/ ফুটবল একাডেমীকের খেলোয়াড়দের অংশ গ্রহণে নকআউট পদ্ধতিতে উপজেলা, জেলা বিভাগীয় এবং সর্বশেষ ৮টি বিভাগের মধ্যে জাতীয় পর্যায়ে ঢাকায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উপজেলা সদরে আন্ত: ইউনিয়ন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হবে। পরবর্তি পর্যায়ে উপজেলা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে সেরা খেলোয়াড়দের নিয়ে জেলায় অনুরুপ বিভাগীয় দল জাতীয় পর্যায়ে খেলোয়াড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার, জেলায় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার স্ব স্ব ক্ষেত্রে সভাপতির দায়িত্ব পালন করবেন। খেলা পরিচালনায় বিশেষ কমিটিও থাকবে বলে তিনি জানান।

আগামী সেপ্টম্বর/ ২০১৮ মাসের ১ম ২য় সপ্তাহের মধ্যে উপজেলা পর্যায়, ৩য় সপ্তাহের মধ্যে জেলা ও ৪র্থ পর্যায়ে বিভাগীয় টুর্নামেন্ট সম্পন্ন করতে হবে বলে তিনি জানান। এছাড়া আগামী ২ সেপ্টম্বর বাগমারায় উপজেলার উত্তর একডেলা মাঠে টুর্নামেন্টের প্রথম খেলা দিয়ে খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।