শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বাগমারায় বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন এমপি এনামুল হক

SONALISOMOY.COM
অক্টোবর ১৮, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় শারদীয় দূর্গোৎসব। শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মন্দিরে মন্দিরে ছিল হিন্দু ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড়। বছর ঘুরে হিন্দু সনাতন ধর্মের অনুসারীরা এই উৎসব পালন করে থাকেন। মা’কে একটি বার দেখতে ছোট বড় আবাল বৃদ্ধ সবার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বৃহস্পতিবার ছিল শারদীয় দূর্গা পূজার নবমী। নবমীতে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন এমপি এনামুল হক।

 

এসময় তিনি মন্দিরের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। সেই সাথে মন্দির কমিটির সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন। সাংসদ ইঞ্জিঃ এনামুল হকের সাথে ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি, হিন্দু ধর্মীয় কল্যাণ স্ট্রাষ্টের ট্রাস্টি অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য হাচেন আলী, আবুল কালাম আজাদ, গনিপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, আ’লীগ নেতা জাহেদুর রহিম মিঠু, ইউসুফ আলী মাস্টার, আবুর কাশেম, তাহেরপুর পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব, পৌর আ’লীগ নেতা আমজাদ হোসেন মৃধা, শাহী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর, গনিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আতাউর রহমান, আব্দুর রউফ, নাহিদ হাসান, মিলন প্রমুখ।

 

সাংসদ প্রথমে গনিপুর ইউনিয়নের মাদারীগঞ্জ কেন্দ্রীয় কালি মন্দির পরিদর্শন করেন। এর পর মোহনগঞ্জ উচ্চ বিদ্যারয় মাঠে আরেকটি পূজা মন্দির পরিদর্শনে যান। এছাড়াও তাহেরপুরের রাজা কংস নারায়ন রায় বাহাদুরের শ্রী শ্রী দূর্গা মাতা মন্দির পরিদর্শন করেন সেখান থেকে উপজেলার ভবানীগঞ্জে কন্দ্রীয় পূজা মন্দির পরিদর্শন করেন। মন্দির পরিদর্শনে আসা লোকজনের সাথে কুশল বিনিময় করেন সাংসদ ইঞ্জিঃ এনামুল হক।