শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ভোট এবার লায়েত দিমু

SONALISOMOY.COM
ডিসেম্বর ১৭, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: আগে ধানের শীষেত ভোট দিয়্যা ভুল করিচি। এবার আর ভুল করবো না। এবার লায়েত (নৌকা) ভোট দিবো। লাওত ভোট দিলে আমরা ভালা থ্যাকতে পারি। আজীবন ধানের শীষেত ভোট দিচি কিচু পাইনি।

লায়েত ভোট দিলে দ্যাশের মানুষ ভালো থাকপ্যের পারে। ছাওয়ালেরা বই পাই। মেলা মানুষ মেলাকিচু পাই। আমরা আগে ঘাটা(রাস্তা)দিয়া চলতে পারিনি। এখন আমারে গায়েত পাতা সড়ক হচে। এখন ভালো কইরা চলতে পারিত্তি। তাই এবার আমারে পাড়ার সবে লায়েত ভোট দিয়্যা হাসিনাক প্রধানমন্ত্রী বানাবো।

এমনই করে নিজের গ্রামের আঞ্চলিক ভাষায় কথা গুলো বলেন, বাগমারা উপজেলার বড় বিহানালী ইউনিয়নের প্রত্যন্ত এলাকার এক গৃহবধূ শায়লা আক্তার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের গণসংযোগে এক গৃহবধূতে কোথায় ভোট দেবেন এমন প্রশ্নের জবাবে এভাবেই উত্তর গুলো প্রদান কনের। দেশের আপামর জনগোষ্ঠির কল্যাণে যেই কাজ করুক জনগণ তাকেই নির্বাচিত করবে।

উন্নয়ন এখন সবার নিকট দৃশ্যমান। দেশের এই উন্নয়ন কোন ভাবেই লুকিয়া রাখার উপায় নেই। তাই প্রত্যন্ত এলাকার গ্রামের মানুষের কাছে পৌঁছে গেছে উন্নয়ন বার্তা।