শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বাগমারায় সাঁকোয়া প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করলেন এমপি এনামুল

SONALISOMOY.COM
আগস্ট ৩১, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার শিকদারী সাঁকোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এই নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

দ্বিতল এই একাডেমিক ভবনটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে। অত্যাধুনিক এই ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৬৮ লাখ টাকা।

শনিবার বিকেলে শিকদারীর সাঁকোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান মটরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মনিরা খাতুন, এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, সালেহা ইমারত ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউল হক, সাঁকোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাহিদা বেগম, সাঁকোয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাহানারা বেগম, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বেগম, কাজটির ঠিকাদার জেলা পরিষদ সদস্য মাস্টার আবু জাফর, যুবলীগ নেতা আইনুল হক, হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগ নেতা গোলাম সারোয়ার রবিন, আতাউর রহমান, আব্দুর রউফ প্রমুখ।

এতে আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।