শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করলেন এমপি এনামুল

SONALISOMOY.COM
সেপ্টেম্বর ১৪, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলার উদ্বোধন করলেন এমপি এনামুল হক।

শনিবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপজেলা ভবানীগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত খেলাটির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার মনিরা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহমেদ, আফতাব উদ্দীন আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম হেলাল, সদস্য হাচেন আলী, জেলা পরিষদ সদস্য মাহাবুদুর রহমান রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, আ’লীগ নেতা সাহারিয়া, ফরিদ উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান মটর, সাধারণ সম্পাদক জাহানারা বেগম সহ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষকবৃন্দ।

উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় বালিকা দল হিসেবে অংশ গ্রহণ করে গনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়। বালক পর্যায়ে অংশ গ্রহণ করে বাঁইগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং খোদাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

খেলায় বালকদের মধ্যে বাঁইগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮-০ গোলের ব্যবধানে খোদাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে গনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে। বালিকা দল হিসেবে গনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এবং বালক দল হিসেবে বাঁইগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে।