শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

এনামুল হক এমপির শীতবস্ত্র পেল ২ শতাধিক মাদ্রাসার শিক্ষার্থী

SONALISOMOY.COM
জানুয়ারি ১, ২০২০
news-image

বাগমারা প্রতিনিধি: সারাদেশের ন্যায় শীতে কাপছে রাজশাহীর বাগমারা উপজেলার ছোট-বড়, আবাল-বৃদ্ধ সকলেই। অনেকেরই নেই তীব্র শীত নিবারনের ব্যবস্থা। প্রচন্ড শীতে কাতর হয়ে পড়তে হচ্ছে সকলকে।

এদিকে শীতে চরম বিপাকে পড়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। হাফেজিয়া মাদ্রাসা হওয়ার কারনে ঠান্ডার মধ্যে অনেক কষ্ট করে মাদ্রাসায় থেকে পড়ালেখা করতে হচ্ছে। শীতের হাত হতে রক্ষায় নেই তেমন সামর্থ।

তীব্র ঠান্ডার কবল থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে বুধবার বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক শীত বস্ত্র নিয়ে হাজির হলেন উপজেলার গনিপুর ইউনিয়নের ইদ্রীসিয়া কাসেমুল উলূম মোহাম্মদপুর মাদ্রাসায়।

মাদ্রাসায় অধ্যয়নরত দুই শতাধিক শিক্ষার্থীর হাতে একটি করে শীতবস্ত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব ইউনুস আলী শেখ, অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রম সম্পাদক মকবুল হোসেন, উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য আলী হাসান, সামসুল হক, উপদেষ্টা সদস্য আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, গনিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, আ’লীগ নেতা আব্দুস সোবহান, ইউনিয়ন যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম প্রমুখ। এ সময় আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে মোহনগঞ্জ বাজারে ৪ নং ওয়ার্ড আলীগ ও অংগ সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন করেন। এর আগে ইংরেজি নববর্ষ উপলক্ষে উপজেলা মহিলা লীগের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।