শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মে থেকে অনলাইনে বিআরটিএর ৮০ শতাংশ সেবা

SONALISOMOY.COM
ডিসেম্বর ৮, ২০১৬
news-image

সচিবালয় প্রতিবেদক :

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ৮০ শতাংশ সেবা ২০১৭ সালের মে মাস থেকে অনলাইনে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্প এবং অন্যান্য কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘মে মাস থেকে আমরা বিআরটিএকে ৮০ ভাগ অনলাইনে নিয়ে যাচ্ছি। বিআরটিএর ৮০ ভাগ সেবা অনলাইনে দেওয়া হবে। এতে সেবার মান বাড়বে এবং অপকর্ম-দুর্নীতিও কমবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘রাস্তা সংরক্ষণের জন্য, ভারী যানবাহন থেকে রক্ষা করার জন্য আগামী এক মাসের মধ্যে মহাসড়কের নির্দিষ্ট স্থানে এক্সেললোড কন্ট্রোল স্টেশন স্থাপনের কাজ শেষ করতে হবে। কারণ আগামী জানুয়ারি থেকে আমরা টোল নীতিমালা কার্যকরের চিন্তা-ভাবনা করছি।’

তিনি আরো বলেন, ‘চলতি শুকনো মৌসুমের মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামত করে সচল করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’

বিআরটিএর ২৪১টি গাড়ি মেরামত করা হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এজন্য প্রায় ৫২ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এ সংক্রান্ত একটি ডিপিপি প্রণয়ন করা হয়েছে। শিগগিরই এটি পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।’

ভারত থেকে ট্রাক, ডাবল ডেকারসহ এক হাজার ১০০টি গাড়ি আনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।