মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

বাগমারায় বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

SONALISOMOY.COM
ডিসেম্বর ১৭, ২০১৬
news-image

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি  উদযাপন উপলক্ষে বাগমারা উপজেলা পরিষদ, তাহেরপুর ও ভবানীগঞ্জ দু’টি পৌরসভা, স্থানীয় রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

উপজেলা সদর ভবানীগঞ্জ রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদর ভবানীগঞ্জ সরকারী বালক বিদ্যালয়ের মাঠে এক কুজকাওয়াজ অভিবাদনে সালাম গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল হক রুবল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা বাবুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যের সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারার সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আমাতুল হাকিম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহার আলী প্রমুখ।