শুক্রবার, ৩ মে, ২০২৪

নৌবহরে যুক্ত হচ্ছে ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’

SONALISOMOY.COM
ডিসেম্বর ২৭, ২০১৬
news-image

নিজস্ব প্রতিবেদক: নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেছেন, নৌবাহিনী আধুনিকীকরণ ও যুগোপযোগী করার জন্য সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

এর অংশ হিসেবে ইতিমধ্যেই নৌ বহরে ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ নামে দুটি সাব-মেরিন যুক্ত হচ্ছে। সাবমেরিন দুটি খুব শিগগির কমিশনের মাধ্যমে নৌবাহিনীর ত্রিমাত্রিক শক্তি হিসেবে উম্মোচিত হবে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে খালিশপুর প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকদের (ব্রাভো-২০১৬ ব্যাচ) শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌবাহিনী প্রধান প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা এবং জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে কাজ করার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে ক্যাপ্টেন শেখ সালাহউদ্দিন আহমেদ, এরিয়া কমান্ডার কমডোর শামসুল আলম ও খুলনা অঞ্চলের নৌ গোয়েন্দা প্রধান কমান্ডার গোলাম মোর্শেদ উপস্থিত ছিলেন।

ব্যাচে সেরা চৌকস নাবিক হিসেবে মো. তুষারুজ্জামান নৌ-প্রধান পদক, দ্বিতীয় স্থান অধিকারী ইনজামুল হক পলাশ কমফুল পদক এবং তৃতীয় স্থান অধিকারী আব্দুল্লাহ আল মামুন তীতুমির পদক লাভ করেন।