সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে সদস্য ও নারী সদস্য পদে নির্বাচিতরা

SONALISOMOY.COM
ডিসেম্বর ২৮, ২০১৬
news-image

রাজশাহী প্রতিনিধি: রথমবারের মতো অনুষ্ঠিত জেলা নির্বাচনে চেয়ারম্যান পদ ছাড়াও সাধারণ সদস্য পদে ১৫ জন ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ৫জন নির্বাচিত হয়েছেন। নির্বাচনের আগেই রাজশাহীতে ৩জন সদস্য ও ১ জন নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বুধবার সন্ধ্যার পর জেলা রিটার্নিং অফিসার কাজী আশরাফ উদ্দীন এ ফলাফল ঘোষণা করেন।

বিভিন্ন ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচিতরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে অব্দুস সালাম, ২ নম্বর ওয়ার্ডে গোলাম মোস্তফা, ৩ নম্বর ওয়ার্ডে রবিউল আলম, ৪ নম্বর ওয়ার্ডে এমদাদুল হক, ৫ নম্বর ওয়ার্ডে মোফাজ্জল হোসেন, ৬ নম্বর ওয়ার্ডে নাইমুল হুদা রানা, ৭ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নান ফিরোজ, ৯ নম্বর ওয়ার্ডে আবুল ফজল প্রামাণিক, ১০ নম্বর ওয়ার্ডে আব্দুর রশিদ, ১১ নম্বর ওয়ার্ডে মাহমুদুর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে নাজির উদ্দিন প্রামাণিক, ১৩ নম্বর ওয়ার্ডে অসাদুজ্জামান মাসুদ, ১৪ নম্বর ওয়ার্ডে আজিবর রহমান ও ১৫ নম্বর ওয়ার্ডে নূর মোহাম্মদ।

এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচিতরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে কৃষ্ণা দেবী, ২ নম্বর ওয়ার্ডে শিউলি রানী, ৩ নম্বর ওয়ার্ডে রাবেয়া খাতুন, ৪ নম্বর ওয়ার্ডে নার্গিস বিবি ও ৫ নম্বর ওয়ার্ডে জয় জয়ন্তী সরকার।

এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে একটানা ভোটগ্রহণ হয়। জশাহীতে ভোট পড়েছে ৯৯ শতাংশ। রাজশাহী সিটি করপোরেশন ও জেলার নয় উপজেলার ১৪টি পৌরসভা এবং ৭১টি ইউনিয়নের ১৫টি কেন্দ্রে এ ভোটগ্রহণ করা হয়।

প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার ৭শ’ ৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।