শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ট্রাম্পের বিরুদ্ধে লাখো মানুষের র‌্যালি

SONALISOMOY.COM
জানুয়ারি ২২, ২০১৭
news-image

আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশটিসহ বিশ্বের নানা স্থানে প্রতিবাদ র‌্যালি করেছে মানুষ।

শনিবার সারা বিশ্বে প্রায় ৬০০টি র‌্যালি হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। এসব র‌্যালিতে প্রত্যাশার চেয়েও বেশি মানুষ হয়েছে।

এসব র‌্যালির মূল উদ্দেশ্য ছিল নারীদের অধিকার সুরক্ষা করা, যা নতুন প্রশাসনের অধীনে হুমকির মুখে রয়েছে বলে প্রতিবাদকারীদের অভিমত।

ট্রাম্পের বিরুদ্ধে সবচেয়ে বড় র‌্যালিটি হয়েছে রাজধানী ওয়াশিংটনে। সেখানে ৫ লাখেরও বেশি মানুষ অংশ নেয়। নারীদের জন্য আয়োজিত ওই র‌্যালিটির আয়োজকরা প্রত্যাশা করেছিল, সেখানে অংশগ্রহণকারীর সংখ্যা ২ লাখ হতে পারে। তবে উপস্থিতির সংখ্যা ছিল আরো ৩ লাখ বেশি।

এসব র‌্যালির একটির উদ্দেশ্য ছিল হোয়াইট হাউসের দিকে যাওয়া। তবে রাস্তায় প্রতিবাদকারীদের উপস্থিতি এতটাই বেশি ছিল যে, র‌্যালি নিয়ে এগোনো সম্ভব হয়নি।

ওয়াশিংটন পুলিশের প্রধান পিটার নিউশ্যাম সংবাদ সংস্থা এপিকে বলেন, ‘মার্চ করার জন্য সেখানে বিন্দুমাত্র জায়গা ছিল না।’

এদিকে, ট্রাম্প নিজের প্রথম দিনের অফিসের পুরোটাই গোয়েন্দা সংস্থা সিআইএর সদর দপ্তর পরিদর্শনে ব্যয় করেন।

তিনি দাবি করেন, গোয়েন্দা সংস্থাটির কর্মীদের সম্পর্কে তিনি ১০০০ শতাংশ সঠিক ছিলেন।

অপরদিকে তার অভিষেক অনুষ্ঠানে জনতার উপস্থিতি নিয়ে মিডিয়া মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেন ট্রাম্প।

তথ্যসূত্র : বিবিসি