সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

রাজশাহীতে শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

SONALISOMOY.COM
জানুয়ারি ২৯, ২০১৭
news-image

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী শ্রম পরিদপ্তরের আয়োজনে ৫ দিনব্যাপি শ্রম আইন বিষয়ক “শ্রমিক শিক্ষা” প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রোববার সকাল ৯ টায় এ কোর্সের উদ্বোধন করা হয়। শিল্প সম্পর্ক শিক্ষায়তনের অধ্যক্ষ মনিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প সম্পর্ক শিক্ষায়তনের প্রভাষক ও কোর্স সম্বনয়কারী আলমগীর হোসাইন, প্রভাষক আবুল বাসার, আর্টিস্ট এ টি এম লুৎফুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাম চা কোম্পানির ম্যানেজার এসএমএ হাসনাত, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ রহমত-উল্লাহ, নর্থ বেঙ্গল রোটারেক্ট ক্লাবের প্রাক্তন সভাপতি আশিকুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় ৪২জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। ৫ দিনের প্রশিক্ষণে শ্রমক্ষেত্রে প্রশিক্ষণের গুরুত্ব, নিয়োগ ও চাকুরির শর্তাবলি, স্বাস্থ্য পরিচর্যায় খাদ্য ও পুষ্টির ভুমিকা, ট্রেড ইউনিয়ন গঠন, রেজিষ্ট্রেশন ও বাতিল করণ পদ্ধতি, জঙ্গী তৎপরতা ও সন্ত্রাসী কর্মকান্ডের ভয়াবহ দিক, কিশোর শ্রমিক নিয়োগ ও প্রসূতি কল্যাণ সুবিধা, মাদকাসক্তি, যৌতুকপ্রথা ও যৌন হয়রানির কুফল ও প্রতিকার, মালিক ও শ্রমিকের অসৎ শ্রম আচরণ, শিল্প বিরোধ উত্থাপন ও নিষ্পত্তি করণ নানা বিষয়গুলো বিস্তারিতভাবে শেখানো হবে।