শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

‘শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে’

SONALISOMOY.COM
জানুয়ারি ২৯, ২০১৭
news-image
অনলাইন ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যত। এই শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। ” আজ রবিবার সকালে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শিশুরা যাতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ায় সেজন্যে নজর রাখতে শিক্ষক ও অভিভাবকদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমাদের শিশুদের আধুনিক বিশ্বের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য যুগোপযোগী শিক্ষার মাধ্যমে তাদের গড়ে তুলতে হবে। কেননা এর কোনো বিকল্প নেই। ”

তিনি আরও বলেন, “জাতীয় বাজেটে শিক্ষায় যে বরাদ্দ দেওয়া হয়, তা ব্যয় নয়, আমার কাছে মনে হয় বিনিয়োগ। কারণ এই অর্থ ব্যয়ে আমরা আমাদের প্রজন্মকে গড়ে তুলছি। যারা আগামীর নেতৃত্ব দেবে। “