শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বাগমারায় জেএমবির তালিকাভূক্ত সদস্য গ্রেপ্তার

SONALISOMOY.COM
মার্চ ১০, ২০১৭
news-image

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তালিকাভূক্ত এক সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহীর বাগমারা থানার পুলিশ। আটক হওয়া ওই জঙ্গির নাম আবদুর রশিদ (৩৪)। তিনি উপজেলার শ্রীপুর গ্রামের ইয়াছিন আলী রাজাকারের ছেলে। তিনি ২০০৪ সালে রাজশাঞী অঞ্চলে বাংলাভাইয়ের অভিযান চলাকালে তাঁর বাহিনীর সঙ্গে বিভিন্ন অপারেশনেও অংশ নিয়েছিলেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, জেএমবির তালিকাভূক্ত সদস্য শ্রীপুর গ্রামের আবদুর রশিদ বাড়িতে অবস্থান করছেন বলে পুলিশ জানতে পারে। এমন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে পুলিশ শ্রীপুর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে নিজ বাড়ি থেকে জঙ্গি আবদুর রশিদকে আটক করা হয়। তিনি জেএমবির তালিকাভূক্ত সদস্য। তাঁর বিরুদ্ধে শ্রীপুর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মকবুল হোসেন হত্যা প্রচেষ্টা এবং জঙ্গিদের বোমা হামলায় নিহত উপজেলার খয়রা গ্রামের আওয়ামী লীগের ওয়ার্ডরে প্রচার সম্পাদক মাহাবুর রহমান মামলার আসামি ছিলেন। তবে ওইসব মামলা থেকে সম্প্রতি অব্যাহতি পেয়েছেন। দুপুরে তাঁকে জঙ্গি সংশ্লিষ্ট একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানার ওসি জানান, চলমান জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসাবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।