সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

অ্যাপিকটা অ্যাওয়ার্ডস আয়োজনে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস

SONALISOMOY.COM
অক্টোবর ২৫, ২০১৭
news-image

নিজেস্ব প্রতিবেদক: আগামী ৭ থেকে ১০ ডিসেম্বর ২০১৭ বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে আইসিটি খাতের অস্কার হিসেবে খ্যাত অ্যাপিকটা অ্যাওয়ার্ডস। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) চারদিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করছে। এক্ষেত্রে প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দিয়েছে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে বেসিস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতকালে এই আশ্বাস দেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী জনাব রাশেদ খান মেনন।

বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের নেতৃত্বে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ ও পরিচালক উত্তম কুমার পাল। এসময় বেসিস প্রতিনিধিদল মন্ত্রী রাশেদ খান মেননকে ফুলেল শুভেচ্ছা জানান।

বেসিসের পক্ষ থেকে মন্ত্রীকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বর্তমান অবস্থা সম্পর্কে তুলে ধরা হয়। এসময় মন্ত্রী বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতিতে বেসিসের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি অ্যাপিকটা আয়োজন সম্পর্কে রাশেদ খান মেননকে অবহিত করা হলে তিনি তাঁর মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, পর্যটন কর্পোরেশন ও পর্যটন বোর্ড যাতে এই কর্মকা-ের সাথে যুক্ত হয় সেই নিশ্চয়তা প্রদান করেন। একইসাথে তিনি তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সহায়তাসহ সকল বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সৌজন্য সাক্ষাতকালে ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজন সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করা হয়। এসময় তিনি তাঁর মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো ডিজিটাল ওয়ার্ল্ডে অংশগ্রহণ করবে বলেও জানান।