শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

প্রান্তিক জনগোষ্ঠির অর্থনৈতিক উন্নয়নে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ: এমপি এনামুল

SONALISOMOY.COM
নভেম্বর ৬, ২০১৭
news-image

নিজেস্ব প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় অগ্রণী ব্যাংক লিমিটেড-এর ব্যাংকিং সেবা গ্রাহকের দোড় গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ভবানীগঞ্জ বাজারের সাথী সুপার মার্কেটে এজেন্ট শাখার উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অগ্রণী ব্যাংকের ১১৭ তম এজেন্ট শাখার উদ্বোধন কালে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, প্রান্তিক জনগোষ্ঠির অর্থনৈতিক উন্নয়নে এজেন্ট ব্যাংকিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে অতি স্বল্প সময়ের মধ্যে সকল ব্যাংকিং সেবা পাওয়া যায়। প্রতিটি ব্যক্তি এখন ব্যাংক নির্ভর অবস্থায় অবস্থান করছে। বাগমারায় অগ্রণী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধনের মধ্যে দিয়ে উপজেলায় উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে যাবে।

অগ্রণী ব্যাংক লিমিটেড, রাজশাহী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেড, রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক আকরাম হোসেন, রাজশাহী সার্কেলের উপ-মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম, অগ্রণী ব্যাংক লিমিটেড দুয়ার সার্ভিসেস এর উপ-ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা কমিউনিটির পুলিশিং এর সভাপতি আবু তালেব প্রামানিক।

অধ্যক্ষ আতাউর রহমান শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রমজান আলী, অধ্যাপক আব্দুল মতিন, এ্যাড.আব্দুল মজিদ, অগ্রণী ব্যাংক ভবানীগঞ্জ এজেন্ট শাখার ব্যবস্থাপক নাজমুল হোসেন সবুজ প্রমুখ।