সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

বাগমারা সালেহা-ইমারত গার্লস একাডেমীর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

SONALISOMOY.COM
জানুয়ারি ২১, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: জশাহীর বাগমারা উপজেলার সালেহা-ইমারত গার্লস একাডেমীর ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সালেহা-ইমারত গার্লস একাডেমীর প্রধান শিক্ষক এটিএম মতিউর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হেলাল মির্জার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাগমারার সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের সুযোগ্য কন্যা তানজিয়া ফারহানা হক (তান্নি), উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, উপজেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, রেজাউল হক, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহম্মেদ, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে তাসফিয়া আক্তার সীমা, রিনা খাতুন, নুসরাত জাহান প্রমুখ। সাংসদ এনামুল হকের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ সহ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। অপরদিকে সাঁকোয়া উচ্চ বিদ্যালয়েও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।