শুক্রবার, ৩ মে, ২০২৪

বাগমারাতে প‌রিচ্ছন্নতার আন্দোলন

SONALISOMOY.COM
সেপ্টেম্বর ১৬, ২০১৮
news-image

নিজস্ব প্রতিবেদক: ‘চারপা‌শে ময়লা নাই, এমন একটা দেশ চাই’ এ শ্লোগান‌কে সাম‌নে রে‌খে সামা‌জিক সংগঠন “প‌রিবর্তন চাই” এর উদ্যো‌গে দেশব্যা‌পি ৪র্থ বা‌রের ম‌তো “দেশটা‌কে প‌রিষ্কার ক‌রি দিবস ২০১৮” উপল‌ক্ষে আজ ১৫ সে‌প্টেম্বর,রোজ শ‌নিবার, সকাল ১১ টা থে‌কে স্বেচ্ছায় প্রায় ৩০০ জন স্বেচ্ছা‌সেবক র‍্যালি সহ প‌রিচ্ছন্নতা অভিযা‌নে অংশ গ্রহন করেন।

‌গনিপুর ইউনিয়ন পরিষদ ( মাদারীগন্জ) গেট থে‌কে মোহনগঞ্জ কলেজ মোড় পর্যন্ত।

এক‌টি দেশ নি‌জে থে‌কে ময়লা হয় না,আমরাই ময়লা ক‌রি তাই প‌রিষ্কা‌রের দায়ও আমা‌দের,আমা‌দেরই নি‌তে হ‌বে। সাধারন জনগণ‌কে স‌চেতন করার ল‌ক্ষে স‌চেনতামুলক প্রতী‌কী এ অভিযা‌নে স্বেচ্ছায় অংশগ্রহণ ক‌রেন ছাত্র শিক্ষক সহ বি‌ভিন্ন পেশার মানুষ। দোকা‌নে দোকো‌নে এবং সাধারণ জনগণ সহ পথচারী‌দের প‌রিবর্তন চাই এর স‌চেতনতা মুলক লিফ‌লেট বিরতণ করা হয়। সমাপনী অনুষ্ঠা‌নে শপথ পাঠ করা‌নো হয়, যেখা‌নে সেখা‌নে ময়লা ফে‌লবো না, ডাস্ট‌বিন অথবা নি‌দিষ্ট জায়গায় ময়লা ফেল‌বো।


“প‌রিবর্তন চাই” এর সত্য, সুন্দর প‌রিচ্ছন্নতার আন্দোল‌নে অংশ নেয় বাগমারা থানা অফিসার ইনচার্জ জনাব নাছিম আহমেদ, মোহনগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ তরফদার,সাফিক্স কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ জাকিরুল ইসলাম,প্রভাষক মশিউর রহমান, ইন্জিনিয়ার শহিদুজ্জামান হিমেল, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মুকুল, জিল্লু,রনি, মনির,আহমেদ আলী, মিজানুর ও এলাকার সাধারন মানুষ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বিশিষ্ঠ ব্য‌ক্তিত্ব,ক‌বি ও সাংবা‌দিক। সমাপনী অনুষ্ঠা‌নে উপ‌জেলার পরিবর্তন চাই এর কমান্ডার মোঃ রজব আলী খন্দকার ( শিমুল) ও অফিসার ইনচার্জ নাছিম আহমেদ শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠান শেষে লাল গোলাপ ক্লাব ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করে।

প‌রে অংশগ্রহণকারী স্বেচ্ছা‌সেবক‌দের মা‌ঝে সনদ বিতরণ করা হয়।