রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

নৌকার বিজয়ের লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে: এনামুল হক এমপি

SONALISOMOY.COM
নভেম্বর ২৬, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। আজ সোমবার ২৬ নভেম্বর, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে বাগমারায় আসেন তিনি। বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহীর শাহ মকদুম বিমান বন্দরে এসে পৌঁছান।

এর পর সোজা বাগমারা উপজেলার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের আ’লীগের দলীয় কার্যালয়ে আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

দুপুরে সালেহা ইমারত কোন্ড স্টোরেজ মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার হাজার হাজার দলীয় নেতাকর্মীর সাথে সৌজন্য সাক্ষাত করেন এসময় তিনি বলেন, বাগমারার আপামর জনগনের দোয়া আর ভালবাসায় তৃতীয় বারের মতো দল থেকে মনোনয়ন পেয়েছি। দলের মান রক্ষার পাশাপাশি এলাকার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও নেীকার বিজয় নিশ্চিত করতে হবে।

দেশের উন্নয়ন কেবল নৌকার মাধ্যমেই সম্ভব। গত দশ বছরে বাগমারা তথা দেশের মানুষ দেখেছে দেশে কি পরিমান উন্নয়ন হয়েছে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়। সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমেই নৌকার বিজয় সম্ভব হবে। তাই ৩০ ডিসেম্বর সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শন্তিশালী করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক কুমার প্রতীক দাশ রানা সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, রিয়াজ উদ্দিন মাস্টার, আফতাব উদ্দীন আবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রম সম্পাদক মকবুল হোসেন, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম হেলাল, শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক মোল্লাহ এম আলতাফ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন, কার্যকরী কমিটির সদস্য আলী হাসান, লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, আক্তারুজ্জামান বুলবুল, শামসুল ইসলাম, হাতেম আলী, হাচেন আলী, বকুল খরাদী, আব্দুল বারী, ওমর আলী, আয়ুব আলী, আব্দুর রশিদ, আকবর আলী, লোকমান আলী, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহার আলী, আব্দুল হামিদ ফৌজদার, আনোয়ার হোসেন, আসলাম আলী আসকান, সরদার জান মোহম্মাদ, আব্দুল হাকিম প্রামানিক, জেলা পরিষদ সদস্য নারগীস বেগম, মাহমুদুর রহমান রেজা, জেলা আ’লীগের সদস্য জাহানারা বেগম, তাহেরপুর পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব, আ’লীগ নেতা আজাহার আলী, আমজাদ হোসেন মৃধা, আব্দুস সাত্তার, মানিক হোসেনে, জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর, সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক সোহাগ, যুবলীগ নেতা সানোয়ার হোসেন, উপাজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, যুবমহিলা লীগের শাহীনুর খাতুন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন সান্টু, এনামুল হক, আতাউর রহমান, আব্দুর রউফ প্রমুখ। এসময় উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।