শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বাগমারার মচমইল উচ্চ বিদ্যালয়ের সাফল্য

SONALISOMOY.COM
ডিসেম্বর ২৫, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় শতভাগ পাশসহ জিপিএ-৫ পেয়েছে ৪১ জন শিক্ষার্থী।

সোমবার প্রকাশিত হয় জেএসসি পরীক্ষা ফলাফল। বিদ্যালয় প্রধান শিক্ষক নাসির উদ্দীন খাঁন জানান, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর ১৯০ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মেধাবি করে গড়ে তুলতে নিরলস ভাবে পাঠদান করে চলেছে শিক্ষক মন্ডলী। তাদের কঠোর পরিশ্রমের ফলই এই রেজাল্ট।

বিদ্যালয়ের ফলাফল ভালো হওয়ায় খুশি হয়েছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ ম্যানিজিং কমিটির সদস্য বৃন্দ। দীর্ঘদিন থেকে উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে সেরা অবস্থান ধরে রেখেছে। বিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফলে সব সময়ই এগিয়ে রয়েছে মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অপরদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৬২ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশসহ জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন শিক্ষার্থী।