রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায়
বাগমারার সকল উন্নয়ন পরিকল্পনা রেডি: এমপি এনামুল হক

SONALISOMOY.COM
জানুয়ারি ১২, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এবং শান্তির বাগমারা প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নয়নের মার্কা নৌকাতে আস্তা রেখেছেন জনগণ। বাগমারার মানুষ উন্নয়ন চাই সেই চাওয়াকে প্রাধান্য দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করেছে। জনগণ জানে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে কোন প্রতীকে ভোট দিতে হবে। শুরু থেকে অদ্যাবধি দেশের উন্নয়ন অব্যাহত রাখতে কাজ করে চলেছে আ’লীগ সরকার। এরই মধ্যে বাগমারার সকল উন্নয়ন পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে।

নিজের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন ঘটাতে ঐক্যবদ্ধ হয়ে সকলে নৌকার বিজয় ঘটিয়েছে। দেশের মানুষ জেনে গেছে নৌকা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেটাই প্রমাণিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় উপজেলার সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে নির্বাচন পরবর্তী দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন নব-নির্বাচিত সংসদ সদস্য উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

তিনি বলেন, বাগমারাবাসী যে আশা আকাঙ্খা নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করেছে তার যথাযথ বাস্তাবায়ন করে যাবো। উপজেলার অবশিষ্ট যা কিছুু উন্নয়ন বাঁকি রয়েছে তা বর্তমান সরকারের আমলে সম্পন্ন করা হবে। সেই সাথে সঠিক ভাবে কাজ কর্ম শেষ করতে সকলের সহযোগিতা চান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় ঘটিয়ে দেশের আপামর জনগোষ্ঠি প্রমাণ করে দিয়েছে তারা দেশে আর জঙ্গিবাদ চাই না। ভাগ্যকে পরিবর্তন করতে নৌকার বিজয় করেছে।

বাগমারার ভবিষ্যৎ উন্নয়নের নানা পরিকল্পনা এরই মধ্যে হাতে নেয়া হয়েছে। উন্নত বাগমারা গড়তে সকল পদক্ষেপ বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বক্তব্য রাখেন এনা গ্রুপের ব্যাস্থাপনা পরিচালক তহুরা হক, জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক কুমার প্রতীক দাশ রানা, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মালেক মেহমুদ, উপজেলা আ’লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান হাবিব, রিয়াজ উদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, শ্রম সম্পাদক মকবুল হোসেন, শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক মোল্লাহ এম আলতাফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মহসিন আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদীকা মাহফুজা পারভীন সীমা, কার্যকরী কমিটির সদস্য লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, শামসুল ইসলাম, অধ্যক্ষ হাতেম আলী, কাউন্সিলর হাচেন আলী, বকুল খরাদী, আব্দুল বারী, ওমর আলী, আয়ুব আলী, লোকমান আলী, আকবর আলী, মাসুদ আলম টনি,

সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ, মাড়িয়া ইউনিয়নের আসলাম আলী আসকান, হামিরকুৎসা ইউনিয়নের আনোয়ার হোসেন, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়োরম্যান আব্দুল হাকিম প্রামানিক, দ্বীপপুর ইউনিয়নের চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল, কাচারী কোয়ালী পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আয়েন উদ্দীন, ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিজন কুমার, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, নারগীস বেগম, জেলা আ’লীগের সদস্য জাহানারা বেগম, আ’লীগ নেতা আক্তারুজ্জামান বুলবুল, আব্দুর রহমান, আজাহার আলী, আব্দুর রাজ্জাক, মশিউর রহমান, আব্দুস সাত্তার, মানিক হোসেনে, হাবিবুর রহমান, সমরেশ কুমার, জেলা যুবলীগের সহ সভাপতি আব্দুল মতিন, উপজেলা যুবলীগের সভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, যুবলীগ নেতা সানোয়ার হোসেন, মাহাবুর রহমান মিঠু, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি শাহীনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, উপাজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা উজ্জল হোসেন, নাদিরুজ্জামান মিলন, ইসমাইল হোসেন সান্টু, আবুল কালাম আজাদ, শাহরিয়ার হোসেন তন্ময় প্রমুখ।

এসময় উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার বীর মুক্তিযোদ্ধা সহ আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।