রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

বাগমারায় শতভাগ বিদ্যুতায়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

SONALISOMOY.COM
জানুয়ারি ১৩, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় শতভাগ বিদ্যুতায়নের লক্ষে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চলতি বছরের মার্চ মাসের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে বলে জানান বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

বর্তমান সরকারের সময়ে বিদ্যুতের চলমান সাফল্য ও বাগমারা উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের লক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির বাগমারা জোনাল অফিস।

বাগমারা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বত্তব্য রাখেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, এমএসসিএস জয়েন উদ্দীন, বিলিং সহকারী ইয়াসমিন আক্তার মেরিনা, লাইন ম্যানেজার মজিবুর রহমান, লাইনম্যান গোবিন্দ চন্দ্র হাজরা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কার্যকারী কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, আবুল বারীক, ওমর আলী, হাচেন আলী, কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পুঁিঠয়া বিদ্যুৎ অফিসের ডিজিএম এস.এম. নাসির উদ্দীন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আর ই রাজু আহম্মেদ, এজিএম (এম.এস) নূরে আলম, বাগমারা জোনাল অফিসের এজিএম রথীন্দ্র নাথ বসাক, এইসি শাহনেওয়াজ প্রমুখ।

এসময় বাগমারা জোনাল অফিসের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।