সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

বাগমারার খোর্দ্দঝিনা গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

SONALISOMOY.COM
জানুয়ারি ১৯, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই স্লোগানকে সামনে রেখে বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টায় রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের খোর্দ্দঝিনা পশ্চিম পাড়ায় ১৯টি বাড়িতে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১ টায় খোর্দ্দঝিনা পশ্চিমপাড়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার। ৫ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম সোহেল রানার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগমারা জোনাল অফিসের এজিএম রথীন্দ্রনাথ বসাক, ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক হোসেন, মাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামসুল হক, আ’লীগ নেতা জালাল উদ্দীন, মজিবুর রহমান মাস্টার,বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, ইউপি সদস্য আব্দুস সাত্তার প্রামানিক, আনিছার রহমান, লুৎফর রহমান, সিদ্দিকুর রহমান, আতাইর রহমান, সাইদুর রহমান, আহম্মাদ আলী প্রমুখ।

বাগমারা বিদ্যুৎ অফিস সূত্রে জানাগেছে উক্ত গ্রামে ০.৩৮৭ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করতে ব্যয় হয়েছে ৬ লাখ ১৯ হাজার ২০০ টাকা।